![]() |
| Add caption |
আমি নারায়নগঞ্জ কিছু দিন থেকেছি, আমি লক্ষ্য করেছি, ওখানের গার্মেন্টস কারখানা গুলো থেকে যে পরিমাণ ডাস নামক কাপড়ের ছোট কণা বাতাসের সাথে মিশে ঊর্তে থাকে, সেগুলো প্রায় আশেপাশের 7-8 কিলো মিটার বায়ু দূষণ করে ফেলে, আর তাছাড়াও গারমেন্টস কর্মীদের পুরো বছর সরদি কাশি থেকেই যাই, কারণ তারা মাক্স ব্যবহার করেনা,তাছাড়াও হাপানি শ্বাসকষ্ট ইত্যাদি তো আছেই ।
আমি বাংলাদেশ সরকার এবং দেশের সব মানষের দৃষ্টি আকর্ষণ করছি, যতো দ্রুত সম্ভব হয় এটার একটা ব্যাবস্থা নেওয়ার জন্য ।
আমাদের এই শান্তির দেশ নষ্ট করার জন্য, দেখেও না দেখাটাই যথেষ্ট ।
আমরা যদি আজ রাস্তা ঘাট কলকারখানা গুলো থেকে যে বায়ু দূষণ
হতছে সেগুলো বন্ধ না করি, তাহলে একদিন এদেশের মেরুদন্ড হিসাবে গোষণা করা হবে ঔষধ, কারন সেই সময় যে পরিমাণ মানুষ থাকবে তার থেকে 5গুন বেশি অসুখ থাকবে । আমাদের ক্ষতির জন্য আমরাই দায়ী আর কেউ নয়
আমরা প্রকৃতি নষ্ট করছি আর তার ভোগান্তি ভুগ করছি ।
তাই আসুন আমরা সবাই মিলে বাচায় এই পৃথিবীকে ,আমাদের দেশকে, নিজেকে।

