Tuesday, October 27, 2020

বায়ু দূষণ

Add caption


দূষণ দূষণ

আমি নারায়নগঞ্জ কিছু দিন থেকেছি, আমি লক্ষ্য করেছি, ওখানের গার্মেন্টস কারখানা গুলো থেকে যে পরিমাণ ডাস নামক কাপড়ের ছোট কণা বাতাসের সাথে মিশে ঊর্তে থাকে, সেগুলো প্রায় আশেপাশের 7-8 কিলো মিটার বায়ু দূষণ করে ফেলে, আর তাছাড়াও গারমেন্টস কর্মীদের পুরো বছর সরদি কাশি থেকেই যাই, কারণ তারা মাক্স ব্যবহার করেনা,তাছাড়াও হাপানি শ্বাসকষ্ট ইত্যাদি তো আছেই ।

আমি বাংলাদেশ সরকার এবং দেশের সব মানষের দৃষ্টি আকর্ষণ করছি, যতো দ্রুত সম্ভব হয় এটার একটা ব্যাবস্থা নেওয়ার জন্য ।

 আমাদের এই শান্তির দেশ নষ্ট করার জন্য, দেখেও না দেখাটাই যথেষ্ট ।

আমরা যদি আজ রাস্তা ঘাট কলকারখানা গুলো থেকে যে বায়ু দূষণ

হতছে সেগুলো বন্ধ না করি, তাহলে একদিন এদেশের মেরুদন্ড হিসাবে গোষণা করা হবে ঔষধ, কারন সেই সময় যে পরিমাণ মানুষ থাকবে তার থেকে 5গুন বেশি অসুখ থাকবে । আমাদের ক্ষতির জন্য আমরাই দায়ী আর কেউ নয় 

আমরা প্রকৃতি নষ্ট করছি আর তার ভোগান্তি ভুগ করছি । 

তাই আসুন আমরা সবাই মিলে বাচায় এই পৃথিবীকে ,আমাদের দেশকে, নিজেকে।

Monday, October 26, 2020

আমাদের জানতে হবে কোথায় আমাদের থামতে হবে


 আমরা এটাকে ভুলে যায় ভালো খারাপ সবার মধ্যে আছে, আর তাই হয়ত আমরা একটি ভুলের কারনে একটি জাতিকে দোষারোপ করে থাকি । 

আজ 26 October 2020 এইতো কিছুদিন আগের কথা আমরা বাঙালিরা সোস্যাল মিডিয়াতে ধর্ষণ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় তুলে ফেলেছিলাম, কিন্ত যদি সেই ঘটনা গুলো একটু অন্যভাবে ভেবে দেখা যায় যেমন । যদি সেই ধর্ষনের শিকার হতো কোনো হিন্দু মেয়ে । কিংবা যদি কোনো হিন্দু ছেলে কোনো মুসমানদের মেয়েকে ধর্ষণ করতো । ভেবে দেখুন তাহলে আমি আপনে কি করতাম । একটি ছেলে তার স্বাদ মিটিয়েছে একটি মেয়ের সাথে জোর করে । এবার আপনি বলুন এতে কি শুধু সেই দায় নাকি তার পরিবার বংস এবং জাতি দায় । আমি মনে করি তার এই ঘৃণ্য তম চিন্তাশক্তির জন্য সে দায়ী এবং তার দু'একজন প্রশ্রয় কৃত লোক দায় কিন্তু দায় হতে পারে না তার পুরো পরিবার কিংবা তার কোন জাতি। 


আমেরিকা মুসলিমদের জঙ্গি বানিয়েছে কেনো সেত এখনকার প্রায় সবাই জানি সাদ্দাম হোসেনকে হারানোর জন্য এবং তাদের ভূখণ্ডের ওপর দখল নিবার জন্য । এবার হাঁটছে একই পথে ,ভারত, মায়ানমার, ইজরাইল সবাই । 

আর হাটবেই না কেনো আমেরিকা এত সুন্দর করে যে তাদের রাস্তা বানিয়ে দিয়েছে । 


প্রত্যেক ধর্মের লোকেদের চিনতে হলে আপনার পাশে থাকা অন্য ধর্মের লোকেদের দেখুন ।

 দেখবেন না দয়া করে তাদের যারা ধর্মের নামে করে নিজেদের ব্যাবসা । 


বায়ু দূষণ

Add caption দূষণ দূষণ আমি নারায়নগঞ্জ কিছু দিন থেকেছি, আমি লক্ষ্য করেছি, ওখানের গার্মেন্টস কারখানা গুলো থেকে যে পরিমাণ ডাস নামক কাপড়ের ছোট...